গত ৪ দশক ধরে সবসময়, সব পরিস্থিতিতে আপনার ভরসা হয়ে আমাদের প্রতিশ্রুতি আর আপনার বিশ্বাস রক্ষা করে চলেছি আমরা - সিটি ব্যাংক।

সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি ও সুচিন্তা - এই তিন আদর্শকে সামনে রেখে এগিয়ে চলেছি আমরা, আপনারই পাশাপাশি।


সুশাসন

সুশাসন


সুদক্ষ ব্যবস্থাপনা পর্ষদ

সুদক্ষ ব্যবস্থাপনা কমিটি

আমাদের ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে, যাঁদের প্রধান লক্ষ্যই হচ্ছে আপনার ডিপোজিটের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা।

পরিচালনা পর্ষদে আইএফসি

পরিচালনা কমিটিতে আইএফসি

২০১৭ সাল থেকে ৫% শেয়ার নিয়ে সদস্য হিসেবে আমাদের পরিচালনা কমিটিতে আছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC)।

বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস-এর একমাত্র পার্টনার

আমরাই বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস

১৫ বছর ধরে পার্টনার হিসেবে আমাদের ওপরে ভরসা রেখে চলেছে ১৭৪ বছরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস।

শীর্ষ টেকসই ব্যাংক

শীর্ষ টেকসই ব্যাংক

টানা ৪ বছর ধরে বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছি আমরা।


সুদৃঢ় আর্থিক ভিত্তি

সুদৃঢ় আর্থিক ভিত্তি


৩xমুনাফা

৩x মুনাফা

৫ বছরে তিনগুণ বেড়ে ২০২৩ সালে আমাদের মুনাফা হয়েছে ৬৩৮ কোটি টাকা।

৪০ হাজার কোটি টাকা ডিপোজিট

৪০ হাজার কোটি টাকা ডিপোজিট

গত ৫ বছরে দ্বিগুণ বেড়ে আমাদের ডিপোজিট ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এই ডিপোজিটের ৫১% এসেছে কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে।

নিম্নমুখী মন্দ ঋণ

সুগঠিত আয়ের উৎস

বর্তমানে ৫০% বেশি আয়ের উৎস আমাদের রিটেল, ক্ষুদ্র ও মাইক্রো ব্যবসায়।


সুচিন্তা

সুচিন্তা


সিটিটাচ

অ্যাওয়ার্ড উইনিং ব্যাংকিং অ্যাপ—সিটিটাচ

ব্যাংকিং সেবা গ্রাহকদের হাতের মুঠোয় এনে দিতে ২০১৩ সালে আমরা নিয়ে আসি ব্যাংকিং অ্যাপ 'সিটিটাচ'। আমাদের মোট লেনদেনের প্রায় ৮০% সম্পন্ন হচ্ছে ব্যাংকে না গিয়েই।

সর্বপ্রথম ডিজিটাল ন্যানো লোন

প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সিটি ব্যাংক ও বিকাশ যৌথভাবে চালু করে দেশের প্রথম ডিজিটাল ন্যানো লোন। এ পর্যন্ত ১,০০০ কোটি টাকারও বেশি এই ঋণ বিতরণ করা হয়েছে সাড়ে তিন লাখের বেশি গ্রাহকের মাঝে।

সুবিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক

দেশজুড়ে ১৩৪টি শাখা, ৪৬ টি উপশাখা, ৪৫০টি এটিএম বুথ এবং ৪৭০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে আমরা আছি আপনার খুব কাছেই।

সবার জন্য ব্যাংকিং

আমাদের রয়েছে নারী ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, এসএমই ব্যাংকিংসহ বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংকিং সেবা।


তাই সবার জন্য, সব প্রয়োজনে 


ভরসার গল্প


মাটির ব্যাংকে পয়সা জমানো থেকেই তো সুন্দর আগামীর স্বপ্নটা শুরু হয়! অগণিত মানুষের সেই স্বপ্নকে দিন দিন আরও সমৃদ্ধ আর সম্ভাবনাময় করে যাচ্ছে সিটি ব্যাংক, সেই ১৯৮৩ সাল থেকে। ৩ প্রজন্ম ধরে দীর্ঘ সময়ের এই পথচলায় ভরসা হয়ে আপনার সাথে থাকছি আমরা, আর থাকবো আগামীতেও।

দীর্ঘদিন ধরে পাশে থাকা মানুষটির হাতে যে ভরসায় তুলে দেওয়া যায় নিজের ঘরের চাবি, ঠিক তেমনই ভরসা হয়ে সেই ১৯৮৩ সাল থেকে আপনার পাশে আছে সিটি ব্যাংক। আপনার রোপণ করা স্বপ্নকে বড় করতে সহযোগী হতে চাই আমরা, যেভাবে অসংখ্য মানুষের স্বপ্ন সাজিয়ে আসছি ৩ প্রজন্ম ধরে, আর সাজাবো আগামীতেও।

শৈশবের এমন বিশ্বাস আর ভরসার গল্পগুলোর মতোই সেই ১৯৮৩ সাল থেকে সিটি ব্যাংক আগলে রাখছে আপনার স্বপ্নগুলোকে। সিটি ব্যাংক এভাবেই আপনার পাশে থাকতে চায় সবসময়, তিন প্রজন্মের ভরসার ব্যাংক হয়ে।